Al-Aadiyaat • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ فَأَثَرْنَ بِهِۦ نَقْعًۭا ﴾
“thereby raising clouds of dust,”
ফলে তারা তা দ্বারা ধূলি উৎক্ষিপ্ত করে [১] ; [১] أثرن শব্দটি إثارة থেকে উৎপন্ন। অর্থ ধূলি উড়ানো। نقع ধূলিকে বলা হয়। আর به শব্দের অর্থ, সে সময়ে বা শক্ৰদের সে স্থানে। অর্থাৎ অশ্বসমূহ যুদ্ধক্ষেত্রে এত দ্রুত ধাবমান হয় যে, তাদের ক্ষুর থেকে ধূলি উড়ে চতুর্দিক আচ্ছন্ন করে ফেলে। [আদ্ওয়াউল বায়ান]