At-Takaathur • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴾
“Nay, in time you will come to understand!”
কখনো নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে [১] ; [১] অর্থাৎ তোমরা ভুল ধারণার শিকার হয়েছ। বৈষয়িক সম্পদের এ প্রাচুর্য এবং এর মধ্যে পরস্পর থেকে অগ্রবর্তী হয়ে যাওয়াকেই তোমরা উন্নতি ও সাফল্য মনে করে নিয়েছো। অথচ এটা মোটেই উন্নতি ও সাফল্য নয়। অবশ্যই অতি শীঘ্রই তোমরা এর অশুভ পরিণতি জানতে পারবে। [ইবন কাসীর, আদ্ওয়াউল বায়ান]