Al-Humaza • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ ﴾
“A fire kindled by God,”
এটা আল্লাহ্র প্রজ্বলিত আগুন [১] , [১] এখানে مو يدة অর্থ অত্যন্ত লেলিহান শিখাযুক্ত প্ৰজ্বলিত আগুন। [মুয়াসসার] এখানে এই আগুনকে আল্লাহ্র সাথে সম্পর্কিত করার মাধ্যমে কেবলমাত্র এর প্রচণ্ডতা ও ভয়াবহতা প্রকাশ পাচ্ছে। [রাহুল মা‘আনী, ফাতহুল কাদীর]