Al-Hijr • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ وَإِن كَانَ أَصْحَٰبُ ٱلْأَيْكَةِ لَظَٰلِمِينَ ﴾
“AND THE DWELLERS of the wooded dales [of Madyan, too,] were inveterate evildoers,”
আর ‘আইকা’বাসীরা [১] ও তো ছিলো সীমালঙ্ঘনকারী, [১] আইকাবাসীগণ শু’আইব আলাইহিসসালামের উম্মত। তাদের প্রকৃত পরিচয় কি তা পূর্বে বর্ণনা করা হয়েছে। সূরা আস-শু’আরাতে তাদের কর্মকাণ্ড ও তাদের উপর আপতিত আযাবের বিস্তারিত আলোচনা করা হয়েছে। [সূরা আস-শু’আরাঃ ১৭৬-১৯১]