Ash-Shu'araa • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ وَٱجْعَل لِّى لِسَانَ صِدْقٍۢ فِى ٱلْءَاخِرِينَ ﴾
“and grant me the power to convey the truth unto those who will come after me,”
‘আর আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী করুন [১], [১] এ আয়াতের অর্থ এই যে, আল্লাহ্ আমাকে এমন সুন্দর তরিকা ও উত্তম নিদর্শন দান করুন, যা কেয়ামত পর্যন্ত মানবজাতি অনুসরণ করে এবং আমাকে উৎকৃষ্ট আলোচনা ও সদগুণাবলী দ্বারা স্মরণ করে। [ফাতহুল কাদীর, বাগভী, কুরতুবী]