As-Saaffaat • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ وَبِٱلَّيْلِ ۗ أَفَلَا تَعْقِلُونَ ﴾
“and by night. Will you not, then, use your reason?”
ও সন্ধ্যায় [১]। তবুও কি তোমরা বোঝা না? [১] এ বিষয়ের দিকে ইংগিত করা হয়েছে যে, কুরাইশ ব্যবসায়ীরা সিরিয়া ও ফিলিস্তীন যাবার পথে লুতের সম্প্রদায়ের বিধ্বস্ত জনপদ যেখানে অবস্থিত ছিল দিনরাত সে এলাকা অতিক্রম করতো। [দেখুন, তাবারী, মুয়াস্সার, ফাতহুল কাদীর]