As-Saaffaat • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ فَٱلزَّٰجِرَٰتِ زَجْرًۭا ﴾
“and restraining [from evil] by a call to restraint,”
অতঃপর যারা কঠোর পরিচালক [১]। [১] মুজাহিদ বলেন, এখানে কঠোর পরিচালক বলে ফেরেশতাদেরকে বুঝানো হয়েছে। [তাবারী] পক্ষান্তরে কাতাদাহ বলেন, এর দ্বারা কুরআনে যে সমস্ত জিনিসের ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন তাই বুঝানো হয়েছে। [তাবারী]