As-Saaffaat • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ فَهُمْ عَلَىٰٓ ءَاثَٰرِهِمْ يُهْرَعُونَ ﴾
“and [now] they make haste to follow in their footsteps!”
অতঃপর তাদের পদাঙ্ক অনুসরণে ধাবিত হয়েছিল [১]। [১] মুজাহিদ বলেন, এর অর্থ কোন কিছুর পিছনে দ্রুত চলা। [তাবারী] কাতাদাহ বলেন, খুব দ্রুত চলা। [তাবারী।]