At-Tur • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ وَتَسِيرُ ٱلْجِبَالُ سَيْرًۭا ﴾
“and the mountains will move with [an awesome] movement.”
আর পর্বত পরিভ্রমণ করবে দ্রুত [১] ; [১] অর্থাৎ আসমান এমনভাবে শূন্যে উড়তে থাকবে যেন মেঘমালা ভেসে বেড়াচ্ছে। এভাবে পাহাড় নিজ অস্তিত্ব বিপন্ন হয়ে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত হয়ে যাবে। [ফাতহুল কাদীর]