An-Najm • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ وَأَنَّ عَلَيْهِ ٱلنَّشْأَةَ ٱلْأُخْرَىٰ ﴾
“and that [therefore] it is within His power to bring about a second life;”
আর এই যে, পুনরুত্থান ঘটানোর দায়িত্ব তাঁরই [১], [১] অর্থাৎ যিনি মানুষকে প্রথমবার সৃষ্টি করেছেন, তার জন্য মানুষকে পুনরায় সৃষ্টি করা কোন কঠিন কাজ নয়। সেদিন হচ্ছে কিয়ামতের দিন। [ইবন কাসীর]