Al-Muddaththir • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ ذَرْنِى وَمَنْ خَلَقْتُ وَحِيدًۭا ﴾
“LEAVE Me alone [to deal] with him whom I have created alone,”
ছেড়ে দিন আমাকে ও যাকে আমি সৃষ্টি করেছি একাকী [১] । [১] একথাটির দু‘টি অর্থ হতে পারে এবং দু‘টি অর্থই সঠিক। এক, আমি যখন তাকে সৃষ্টি করেছিলাম সে সময় সে কোন প্রকার ধন-সম্পদ, সন্তান-সন্ততি এবং মর্যাদা ও নেতৃত্বের অধিকারী ছিল না, সে একা ছিল। আমি তাকে সেসব দান করেছি। দুই, একমাত্র আমিই তার সৃষ্টিকর্তা। অন্য যেসব উপাস্যের প্রভুত্ব কায়েম রাখার জন্য সে আপনার দেয়া তাওহীদের দাওয়াতের বিরোধিতায় এত তৎপর, তাদের কেউই তাকে সৃষ্টি করার ব্যাপারে আমার সাথে শরীক ছিল না। [কুরতুবী]