Al-Muddaththir • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ لَا تُبْقِى وَلَا تَذَرُ ﴾
“It does not allow to live, and neither leaves [to die],”
এটা অবশিষ্ট রাখবে না এবং ছেড়েও দেবে না [১]। [১] এর দু‘টি অর্থ হতে পারে। একটি অর্থ হলো, যাকেই এর মধ্যে নিক্ষেপ করা হবে। তাকেই সে জ্বলিয়ে ছাই করে দেবে। কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়েও সে রক্ষা পাবে না। বরং আবার তাকে জীবিত করা হবে এবং আবার জ্বালানো হবে। [ইবন কাসীর] আরেক জায়গায় বলা হয়েছেঃ ‘সেখানে সে মরে নিঃশেষ হয়েও যাবে না আবার বেঁচেও থাকবে না’ [সূরা আল-আ‘লা: ১৩]।