Al-Muddaththir • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلْيَقِينُ ﴾
“until certainty came upon us [in death]."”
‘অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে [১]। ’ [১] অর্থাৎ মৃত্যু পর্যন্ত আমরা এ নীতি ও কর্মপন্থা অনুসরণ করেছি। শেষ পর্যন্ত নিশ্চিত বিষয় তথা মৃত্যু আমাদের সামনে এসে হাজির হয়েছে; তখন আমাদের সব আশা-কৌশলের সমাপ্তি হয়। [সা‘দী]