Al-Muddaththir • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ فَإِذَا نُقِرَ فِى ٱلنَّاقُورِ ﴾
“And [warn all men that] when the trumpet-call [of resurrection] is sounded,”
অতঃপর যখন শিংগায় ফুঁক দেয়া হবে [১] [১] ناقور শব্দের অর্থ শিংগা এবং نُقِرَ বলে শিংগায় ফুঁ দিয়ে আওয়াজ বের করা বোঝানো হয়েছে। এখানে শিঙ্গার দ্বিতীয় ফুঁ তথা কবর থেকে উঠে হাশরের ময়দানে জড়ো হওয়ার জন্য যে ফুঁক দেয়া হবে তা উদ্দেশ্য। [বাগভী, সা‘দী]