Al-Mursalaat • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ ﴾
“that Day on which they will not [be able to] utter a word,”
এটা এমন এক দিন যেদিন না তারা কথা বলবে [১] , [১] অর্থাৎ সেদিন কেউ কথা বলতে পারবে না এবং কাউকে কৃতকর্মের ওযর পেশ করার অনুমতি দেয়া হবে না। অন্যান্য আয়াতে কাফেরদের কথা বলা এবং ওযর পেশ করার কথা রয়েছে। সেটা এর পরিপন্থী নয়। কেননা, হাশরের ময়দানে বিভিন্ন স্থান আসবে। কোন স্থানে ওযর পেশ করা নিষিদ্ধ থাকবে এবং কোন স্থানে অনুমতি দেয়া হবে। [ইবন কাসীর]