Al-Mursalaat • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ ﴾
“and when they are told, "Bow down [before God]", do not bow down:”
যখন তাদেরকে বলা হয়, রুকু কর তখন তারা রুকু করে না [১]। [১] এখানে অধিকাংশ তফসীরবিদের মতে রুকুর পারিভাষিক অর্থই উদ্দেশ্য। অর্থ এই যে, যখন তাদেরকে সালাতের দিকে আহ্বান করা হত, তখন তারা সালাত পড়ত না। কাজেই আয়াতে রুকু বলে পুরো সালাত বোঝানো হয়েছে। [বাগভী; ইবন কাসীর; সা‘দী]