An-Naba • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًۭا شِدَادًۭا ﴾
“And We have built above you seven firmaments,”
আর আমরা নির্মাণ করেছি তোমাদের উপরে সুদৃঢ় সাত আকাশ [১] [১] সুস্থিত ও মজবুত বলা হয়েছে এ অর্থে যে, আকাশ তৈরি হয়েছে অত্যন্ত দৃঢ়-সংঘবদ্ধভাবে, তার মধ্যে সামান্যতম পরিবর্তনও কখনো হয় না, ধ্বংস হয় না, ফেটে যায় না। [তাবারী]