An-Naba • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ ﴾
“About the awesome tiding [of resurrection],”
মহাসংবাদটির বিষয়ে [১], [১] অর্থাৎ তারা কি বিষয়ে পরস্পরে জিজ্ঞাসাবাদ করছে? অতঃপর আল্লাহ্ নিজেই উত্তর দিয়েছেন যে, মহাখবর সম্পর্কে। তাফসীরবিদ মুজাহিদ বলেন, এখানে মহাখবর বলে কুরআনকে উদ্দেশ্য নেয়া হয়েছে। কাতাদাহ বলেন, এখানে মহাখবর বলে কেয়ামত বোঝানো হয়েছে। এখানে এটাই প্রাধান্যপ্রাপ্ত মত। [ইবন কাসীর]