An-Naba • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ إِلَّا حَمِيمًۭا وَغَسَّاقًۭا ﴾
“only burning despair and ice-cold darkness:”
ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া [১]; [১] মূলে গাস্সাক শব্দ ব্যবহার করা হয়েছে। এর অর্থ হয়ঃ পুঁজ, রক্ত, পুঁজ মেশানো রক্ত এবং চোখ ও গায়ের চামড়া থেকে বিভিন্ন ধরনের কঠোর দৈহিক নির্যাতনের ফলে যেসব রস বের হয়, যা প্রচণ্ড দুৰ্গন্ধযুক্ত। [ইবন কাসীর]