An-Naba • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًۭا وَلَا كِذَّٰبًۭا ﴾
“No empty talk will they hear in that [paradise], nor any lie.”
সেখানে তারা শুনবে না কোন অসার ও মিথ্যা বাক্য [১] ; [১] জান্নাতে কোন কটুকথা ও আজেবাজে গল্পগুজব হবে না। কেউ কারো সাথে মিথ্যা বলবে না এবং কারো কথাকে মিথ্যাও বলবে না। কুরআনের বিভিন্ন স্থানে এ বিষয়টিকে জান্নাতের বিরাট নিয়ামত হিসেবে গণ্য করা হয়েছে। [সা‘দী]