An-Naba • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ كَلَّا سَيَعْلَمُونَ ﴾
“Nay, but in time they will come to understand [it]!”
কখনো না [১], তারা অচিরেই জানতে পারবে; [১] অর্থাৎ আখেরাত সম্পর্কে যেসব কথা এরা বলে যাচ্ছে এগুলো সবই ভুল। এরা যা কিছু মনে করেছে ও বুঝেছে তা কোনক্রমেই সঠিক নয়। [মুয়াসসার]