Abasa • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ ﴾
“AND SO, when the piercing call [of resurrection] is heard”
অতঃপর যখন তীক্ষ্ন আওয়াজ আসবে [১] , [১] আয়াতে বর্ণিত الصاخة শব্দটির মূল অর্থ হলো, ‘এমন কঠোর ডাক যার ফলে মানুষ শ্রবণশক্তি হারিয়ে ফেলে।’ এখানে কিয়ামতের দ্বিতীয় শিংগাধ্বনির কথা বলা হয়েছে। যা পুনরুত্থানের শিঙ্গায় ফুঁক দেয়া বোঝায়। এই বিকট আওয়ায বুলন্দ হবার সাথে সাথেই মরা মানুষেরা জীবিত হয়ে উঠবে এবং কেয়ামতের মাঠে উপস্থিত হবে। [মুয়াসসার, জালালাইন]