At-Takwir • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ ﴾
“and the night as it darkly falls,”
শপথ রাতের যখন তা শেষ হয়, [১] [১] عَسْعَسَ শব্দটির দু‘টি অর্থ হতে পারে। একটি উপরে আছে, তা হচ্ছে বিদায় নেয়া, শেষ হওয়া। অপর অর্থ হল আগমন করা, প্রবেশ করা। তখন আয়াতটির অর্থ হয়, শপথ রাতের, যখন তা আগমন করে। [ইবন কাসীর]