At-Takwir • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍۢ ﴾
“For, this fellow-man of yours is not a madman:”
আর তোমাদের সাথী উন্মাদ নন [১], [১] এখানে সাথী বলতে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বুঝানো হয়েছে। যারা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উম্মাদ বলত এতে তাদেরকে জওয়াব দেয়া হয়েছে। অর্থাৎ তোমাদের এ ধারণা ঠিক নয় যে, কুরআনে যা কিছু বর্ণনা করা হচ্ছে এগুলো কোন পাগলের প্রলাপ বা শয়তানের বক্তব্য। [কুরতুবী]