At-Takwir • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ ﴾
“to everyone of you who wills to walk a straight way.”
তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায়, তার জন্য [১]। [১] অন্য কথায় বলা যায়, এ বাণীটি তো সারা দুনিয়ার মানুষের জন্য উপদেশ একথা ঠিক, কিন্তু এর থেকে ফায়দা একমাত্র সেই ব্যক্তি হাসিল করতে পারে যে নিজে সত্য-সরল পথে চলতে চায়। এ উপদেশ থেকে উপকৃত হবার জন্য মানুষের সত্য-সন্ধানী ও সত্য প্রিয় হওয়া প্ৰথম শর্ত। [বাদায়িউত তাফসীর]