Al-Infitaar • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ ﴾
“and when the graves are overturned –”
আর যখন সাগরগুলো বিস্ফোরিত করা হবে, [১] প্রথম তিনটি আয়াতে কিয়ামতের প্রথম পর্বের উল্লেখ করা হয়েছে এবং এই আয়াতে দ্বিতীয় পর্বের কথা বলা হয়েছে। কবর খুলে ফেলার মানে হচ্ছে, তা খুলে তা থেকে মানুষকে আবার নতুন করে জীবিত করে উঠানো। [কুরতুবী]