Al-Mutaffifin • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ ﴾
“for it is composed of all that is most exalting”
আর তার মিশ্রণ হবে তাস্নীমের [১] , [১] তাসনীম মানে উন্নত ও উঁচু। [ফাতহুল কাদীর] কোন কোন মুফাসসির বলেন, কোন ঝরণাকে তাসনীম বলার মানে হচ্ছে এই যে, তা উঁচু থেকে প্রবাহিত হয়ে নীচের দিকে আসে। [ফাতহুল কাদীর]