Al-Mutaffifin • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍۢ ﴾
“NAY, VERILY, the record of the wicked is indeed [set down] in a mode inescapable!”
কখনো না, পাপাচারীদের আমলনামা তো সিজ্জীনে [১] আছে। [১] سجين শব্দটি سجن থেকে গৃহীত। سجن অর্থ সংকীর্ণ জায়গায় বন্দী করা। [ইবন কাসীর] আর سجّين এর অর্থ চিরস্থায়ী কয়েদ। [মুয়াসসার] এটি একটি বিশেষ স্থানের নাম। যেখানে কাফেরদের রূহ অবস্থান করে। অথবা এখানেই তাদের আমলনামা থাকে। [জালালাইন]