At-Taariq • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًۭا ﴾
“Behold, they [who refuse to accept it] devise many a false argument [to disprove its truth];”
তারা ভীষণ ষড়যন্ত্র করে [১] , [১] অর্থাৎ কাফেররা কুরআনের দাওয়াতকে ব্যৰ্থ করার জন্য নানা ধরণের অপকৌশলের আশ্রয় নিচ্ছে। কুরআনের পথ থেকে মানুষদেরকে দূরে রাখতে চাচ্ছে। কুরআনের আহবানের বিপরীতে চলার জন্য ষড়যন্ত্র করছে। [ইবন কাসীর] রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে হক দ্বীন নিয়ে এসেছেন তারা তা ব্যর্থ করে দিতে ষড়যন্ত্র করছে। [ফাতহুল কাদীর]