At-Taariq • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ وَأَكِيدُ كَيْدًۭا ﴾
“but I shall bring all their scheming to nought.”
এবং আমিও ভীষণ কৌশল করি [১]। [১] অর্থাৎ এদের কোন অপকৌশল লাভে কামিয়াব না হয় এবং অবশেষে এরা ব্যর্থ হয়ে যায় সে জন্য আমিও কৌশল করছি। আমি তাদেরকে এমনভাবে ছাড় দিচ্ছি যে তারা বুঝতেই পারছে না। [ফাতহুল কাদীর]