Al-A'laa • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ ﴾
“the revelations of Abraham and Moses.”
ইব্রাহীম ও মূসার সহীফাসমূহে [১]। [১] অর্থাৎ এই সূরার সব বিষয়বস্তু অথবা সর্বশেষ বিষয়বস্তু (আখেরাত উৎকৃষ্ট ও চিরস্থায়ী হওয়া) পূর্ববর্তী ইব্রাহীম ও মূসা আলাইহিস্ সালাম-এর সহীফাসমূহে লিখিত আছে। [ইবন কাসীর]