Al-Ghaashiya • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ فِيهَا سُرُرٌۭ مَّرْفُوعَةٌۭ ﴾
“[and] there will be thrones [of happiness] raised high,”
সেখানে থাকবে উন্নত [১] শয্যাসমূহ, [১] এ উন্নত অবস্থা সার্বিক দিকেই হবে। এ সমস্ত শয্যা অবস্থান, মর্যাদা ও স্থান সবদিক থেকেই উন্নত। সাধারণত মানুষ এ ধরনের শয্যা পছন্দ করে থাকে। আল্লাহ্র বন্ধুরা যখন এ সমস্ত শয্যায় বসতে চাইবে, তখনি সেগুলো তাদের জন্য নিচু হয়ে আসবে। [ইবন কাসীর]