Al-Ghaashiya • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ لِّسَعْيِهَا رَاضِيَةٌۭ ﴾
“well-pleased with [the fruit of] their striving,”
নিজেদের কাজের সাফল্যে পরিতৃপ্ত [১], [১] অর্থাৎ দুনিয়ায় তারা যেসব প্রচেষ্টা চালিয়ে ও কাজ করে এসেছে আখেরাতে তার চমৎকার ফল দেখে তারা আনন্দিত হবে। [ফাতহুল কাদীর] এটা তাদের প্রচেষ্টার কারণেই সম্ভব হয়েছে। [ইবন কাসীর]