Al-Lail • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ ﴾
“for him shall We make easy the path towards [ultimate] ease.”
আমরা তার জন্য সুগম করে দেব সহজ পথ [১]। [১] এটি হচ্ছে উপরোক্ত প্রচেষ্টার ফল। যে ব্যক্তি উক্ত বিষয়গুলো সঠিকভাবে করে, তার জন্য আল্লাহ্ তা‘আলা তার সব উত্তম কাজ করা ও উত্তম কাজের উপায় সহজ করে দেন, আর খারাপ কাজ থেকে বিরত থাকা সহজ করে দেন। [সা‘দী]