Al-Bayyina • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ فِيهَا كُتُبٌۭ قَيِّمَةٌۭ ﴾
“wherein there are ordinances of ever-true soundness and clarity.”
যাতে আছে সঠিক বিধিবদ্ধ বিধান [১]। [১] বলা হয়েছে যে, সে সমস্ত লিখিত লিপিসমূহ আল্লাহ্র পক্ষ থেকে এসেছে, তা সত্য, ইনসাফপূর্ণ ও সরল-সহজ। এ বিধি-বিধানই মানুষকে সরল পথের সন্ধান দেয়। এ প্রমাণ থাকলেই প্রমাণিত হয় কে প্রকৃত সত্যসন্ধানী। [সা‘দী]