Al-Qaari'a • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ ﴾
“[It will occur] on the Day when men will be like moths swarming in confusion,”
সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত। [১] [১] فِرَاش মশা ও আলোর কাছে ঘুরে বেড়ায় এমন পতঙ্গকে বলা হয়। مَبثُوث মানে হল বিক্ষিপ্ত। অর্থাৎ, কিয়ামতের দিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ছুটাছুটি করতে থাকবে।