Al-Qaari'a • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ ﴾
“whereas he whose weight is light in the balance”
কিন্তু যার পাল্লা হাল্কা হবে, [১] [১] অর্থাৎ, যার নেকীর তুলনায় বদীর পরিমাণ বেশী হবে, ফলে পাপের পাল্লা ভারী হবে এবং পুণ্যের পাল্লা হালকা হবে।