Al-Humaza • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ ٱلَّذِى جَمَعَ مَالًۭا وَعَدَّدَهُۥ ﴾
“[Woe unto him who amasses wealth and counts it a safeguard,”
যে অর্থ জমায় ও তা গণনা করে রাখে। [১] [১] এর অর্থ হল যে, সে (মাল) জমা করে ও গুনে গুনে রাখে; গুছিয়ে গুছিয়ে রাখে এবং আল্লাহর রাস্তায় খরচ করে না। নচেৎ, সাধারণভাবে মাল সঞ্চয় করে রাখা কোন নিন্দনীয় কাজ নয়। নিন্দনীয় তখনই হয় যখন তার যাকাত দেওয়া না হয়, দান-খয়রাত এবং আল্লাহর রাস্তায় খরচ না করা হয়।