Al-Ikhlaas • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴾
“"He begets not, and neither is He begotten;”
তাঁর কোন সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন। [১] [১] অর্থাৎ, জনক নন এবং জাতকও নন। তাঁর থেকে কিছু উদ্ভূত নয় এবং তিনিও কিছু থেকে উদ্ভূত নন।