Al-Hijr • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ قَالَ فَٱخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌۭ ﴾
“Said He: "Go forth, then, from this [angelic state]: for, behold, thou art [henceforth] accursed,”
তিনি (আল্লাহ) বললেন, ‘তাহলে তুমি এখান হতে বের হয়ে যাও। কারণ, নিশ্চয়ই তুমি অভিশপ্ত।