Al-Hijr • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ قَالَ إِنَّكُمْ قَوْمٌۭ مُّنكَرُونَ ﴾
“he said: "Behold, you are people unknown [here]!"”
তখন লূত বলল, ‘তোমরা তো অপরিচিত লোক।’ [১] [১] ঐ সকল ফিরিশতা সুদর্শন যুবকের বেশে এসেছিলেন এবং লূত (আঃ)-এর জন্য তাঁরা ছিলেন সম্পুর্ণ অপরিচিত। সেই জন্য তিনি তাঁদের সামনে পরিচয়হীনতার কথা প্রকাশ করলেন।