Maryam • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ لَّقَدْ جِئْتُمْ شَيْـًٔا إِدًّۭا ﴾
“Indeed, [by this assertion] you have brought forth something monstrous,”
তোমরা তো এক বীভৎস[১] কথার অবতারণা করেছ। [১] إَدّ এর অর্থঃ ভয়ানক ব্যাপার বা বীভৎস কান্ড। এ বিষয় এর আগেও আলোচিত হয়েছে যে, 'আল্লাহর সন্তান আছে' বলা এত বড় অপরাধ যে, এই অপরাধে আকাশ-পৃথিবী বিদীর্ণ হতে পারে এবং পাহাড়-পর্বত চূর্ণ-বিচূর্ণ হতে পারে।