Taa-Haa • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ إِنَّكَ كُنتَ بِنَا بَصِيرًۭا ﴾
“Verily, Thou seest all that is within us!"”
তুমি তো আমাদের সম্যক দ্রষ্টা।’ [১] [১] অর্থাৎ, তুমি সমস্ত অবস্থা সম্পর্কে জ্ঞাত। আর তুমি যেমন আমার বাল্যকালে আমার প্রতি অনুগ্রহ করেছিলে, তেমনি এখনও তুমি তোমার অনুগ্রহ হতে আমাকে বঞ্চিত করো না।