Al-Muminoon • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَعَلَيْهَا وَعَلَى ٱلْفُلْكِ تُحْمَلُونَ ﴾
“and by them - as by the ships [over the sea] - you are borne [overland].”
এবং তোমরা তাতে ও নৌযানে আরোহণও করে থাক। [১] [১] অর্থাৎ প্রভুর সেই সমস্ত অনুগ্রহ হতে তোমরা উপকৃত হও। তাহলে তিনি কি এর উপযুক্ত নন যে তোমরা তার কৃতজ্ঞতা আদায় কর এবং তাঁরই উপাসনা ও আনুগত্য কর?