Al-Muminoon • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ أَمْ لَمْ يَعْرِفُوا۟ رَسُولَهُمْ فَهُمْ لَهُۥ مُنكِرُونَ ﴾
“Or is it, perchance, that they have not recognized their Apostle, and so they disavow him?”
অথবা তারা কি তাদের রসূলকে চিনে না বলে তাকে অস্বীকার করে? [১] [১] এটি তিরস্কারস্বরূপ বলা হয়েছে। কারণ তারা নবীর বংশ, গোত্র এবং অনুরূপভাবে তাঁর সততা, আমানতদারী, সত্যবাদিতা, সুন্দর আচার-ব্যবহার ও মহান চরিত্র সম্পর্কে পূর্ণরূপে অবগত ছিল এবং তারা তা স্বীকারও করত।