As-Saaffaat • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَنَجَّيْنَٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِ ﴾
“and We saved them and their people from the awesome calamity [of bondage],”
এবং তাদের ও তাদের সম্প্রদায়কে আমি মহাসংকট হতে উদ্ধার করেছিলাম। [১] [১] অর্থাৎ, ফিরআউনের দাসত্ব ও তার অত্যাচার থেকে।