As-Saaffaat • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَسَلَٰمٌ عَلَى ٱلْمُرْسَلِينَ ﴾
“And peace be upon all His message-bearers!”
শান্তি বর্ষিত হোক রসূলদের প্রতি! [১] [১] কারণ, তাঁরা আল্লাহর পয়গাম পৃথিবীর বাসিন্দাদের নিকট পৌঁছে দিয়েছেন। সুতরাং তাঁরা অবশ্যই সালাম ও বর্কতের অধিকারী।