As-Saaffaat • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَقِفُوهُمْ ۖ إِنَّهُم مَّسْـُٔولُونَ ﴾
“and halt them [there]!” [And then,] behold, they shall be asked,”
আর ওদেরকে থামাও,[১] কারণ ওদেরকে প্রশ্ন করা হবেঃ [১] এই আদেশ জাহান্নামে নিয়ে যাওয়ার পূর্বেই দেওয়া হবে, কারণ হিসাব-নিকাশের পরেই তারা জাহান্নামে চলে যাবে।