As-Saaffaat • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ فَإِنَّهُمْ يَوْمَئِذٍۢ فِى ٱلْعَذَابِ مُشْتَرِكُونَ ﴾
“And, verily, on that Day they all will share in their common suffering.”
সুতরাং নিশ্চয় ওরা সকলেই সেদিন শাস্তির শরীক হবে। [১] [১] কারণ, তাদের গুনাহও শরীকানী ছিল; শিরক, পাপাচরণ এবং ফিতনা-ফাসাদ করা তাদের দৈনন্দিন কর্ম ছিল।