Ad-Dukhaan • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَٰكِهَةٍ ءَامِنِينَ ﴾
“In that [paradise] they shall [rightfully] claim all the fruits [of their past deeds], resting in security;”
সেখানে তারা নিশ্চিন্তে বিবিধ ফলমূল আনতে বলবে। [১] [১] آمِنِيْنَ (নির্ভয়ে, নির্বিঘ্নে, নিশ্চিন্তে) এর অর্থ হল, না তা শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে, আর না তা খেয়ে কোন রোগ ইত্যাদি হওয়ার ভয় থাকবে। অথবা না মৃত্যু, ক্লান্তি এবং শয়তানের কোন ভয় থাকবে।